সোমবার, ৭ মে ২০১৮

হাইকোর্টের আদেশে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত,আপিল করবে আ’লীগ প্রার্থী

Home Page » জাতীয় » হাইকোর্টের আদেশে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত,আপিল করবে আ’লীগ প্রার্থী
সোমবার, ৭ মে ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম দাবি করেন, তার পক্ষে নির্বাচনী জোয়ার দেখে এই রিট করা হয়েছে। কিন্তু তিনি এ নিয়ে আদালতে লড়াই করে যাবেন।

তিনি জানান, এই রায় (হাইকোর্টে রিট) ষড়যন্ত্র। আমার পক্ষে নির্বাচনী জোয়ার দেখে একটি মহল এই কাজ করেছে। আমি রায়ের কপি নিয়ে আপিল করব।

আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘এটা ঠিক হয়নি। জনগণের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা ছিল। তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে উন্মুখ হয়েছিল। যারা করেছে এটা ঠিক করেনি।’

আগামী ১৫ মে ভোটকে সামনে রেখে গাজীপুরে জমজমাট প্রচার চলার সময় হঠাৎ নির্বাচন স্থগিতের নির্দেশ আসে হাইকোর্টে থেকে।

উল্লেখ্য, সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৬ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ নির্বাচন স্থগিত করেন।

গাজীপুরে সাতজন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির হাসান উদ্দিন সরকার।

গতকাল উচ্চ আদালতের আদেশ পাওয়ার পর হাসান সরকার প্রচার বন্ধ করে নিজ বাড়িতে ফিরে যান। তবে জাহাঙ্গীর তখনও প্রচারে ব্যস্ত ছিলেন। পরে বিকেল চারটার পর জাহাঙ্গীর রওনা হন ঢাকার পথে।

উচ্চ আদালতে রিটকারী আজহারুল ইসলাম সুরুজ নিজেও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তবে তিনি গাজীপুরের নেতা নন। ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়ন তার নির্বাচনী এলাকা। এই এলাকার ছয়টি মৌজা ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। আর নির্বাচন কমিশন গত ৪ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আর ৩১ মার্চ ঘোষণা করা হয় তফসিল।

বাংলাদেশ সময়: ১১:২৪:১২   ৫৪৮ বার পঠিত   #  #  #  #  #  #