সোমবার, ৭ মে ২০১৮

রাষ্ট্রপতি আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন

Home Page » জাতীয় » রাষ্ট্রপতি আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন
সোমবার, ৭ মে ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারের পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সোমবার (৭ মে) দুপুরের দিকে ঢাকার বিএএফ বেইস বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর সফল করতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৩   ৬২৬ বার পঠিত   #  #  #  #  #  #