রবিবার, ৬ মে ২০১৮

এনসিসি ব্যাংকের বেসমেন্ট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Home Page » জাতীয় » এনসিসি ব্যাংকের বেসমেন্ট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার, ৬ মে ২০১৮



প্রতীকি ছবি বঙ্গ-নিউজ: রাজধানী মতিজিল এনসিসি ব্যাংকের বেসমেন্ট থেকে মহিবুল (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ মে) দুপুর ১২টার দিকে এনসিসি ব্যাংকের তৃতীয় তলা থেকে, এই যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।

জানা গেছে, মহিবুল ঐ ব্যাংকের আউটসোর্সিংয়ে পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাবার নাম আবুল খায়ের। গ্রামের বারি চাঁদপুর।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এনসিসি ব্যাংকের তৃতীয় তলা থেকে পানির পাইপের সাথে তার দিয়ে পেঁচানো অবস্থায় মহিবুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০:১৪:৪১   ৭৪৯ বার পঠিত   #  #  #  #  #  #