রবিবার, ৬ মে ২০১৮

এক বিন্দু ভালবাসার প্রত্যাশায়:- সৌরভ বর্মন গৌতম

Home Page » প্রথমপাতা » এক বিন্দু ভালবাসার প্রত্যাশায়:- সৌরভ বর্মন গৌতম
রবিবার, ৬ মে ২০১৮



 

 

 

 

 

 

 

 

 

সৌরভ বর্মন গৌতম  বঙ্গ-নিউজ: ♢♢♢♢♢♢♢♢♢♢ ভালোবাসা না দাও আবহেলা করো, খোশগল্পে অরুচি থাকলে অকপটে বলতে পারো, আমি তো বলেছি নির্বাসন নেব- যাত্রাটা যতন করে সাজিয়ে দিও। তোমার চোখে খুন হয়েছি দায়ভার স্বীকার করো। পাথর ক্ষয়ে তরবারি শানিত হয়, ক্ষয়ে যায় পাথর, আসে যায় না তরবারির কিছু -আমি তো মরেছি-ভালবেসে মরেছি, আমি মরেছি তোমার ক্ষণিকের অবহেলায়, প্রতিউত্তরের প্রতিক্ষায় থাকি- চাতকের মতো এক বিন্দু ভালবাসার প্রত্যাশায়।

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ সময়: ৯:২৮:২৭   ৬৭০ বার পঠিত   #  #  #  #  #  #