শুক্রবার, ৪ মে ২০১৮
লালমনিরহাট -০১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চান এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল
Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাট -০১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চান এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল
বঙ্গ-নিউজঃ মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি :
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট।অত্র জেলায় সংসদীয় আসন তিনটি।
লালমনিরহাট -০১ (হাতীবান্ধা-পাটগ্রাম)এখানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী।
বিএনপি থেকে মনোনয়ন চান হাতীবান্ধার কৃতিসন্তান সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনেরর সাবেক ক্রীড়া সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল।
মনোনয়ন প্রত্যাশী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল মুঠোফোনে বলেন,কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে আমি ঢাকা থেকে এলাকায় গিয়ে পালন করে আসতেছি।
আমি শুধু বিএনপির লোকদের আইনি সহায়তা দেই নাই যেকোন দলের হোক না কেন তাদের সহায়তা দিয়ে আসতেছি।
তিনি আরও বলেন,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে নিরপেক্ষ সরকারের অধীনে হয় এবং সুষ্ঠুভাবে যাতে সাধারণ মানুষ নিজের মতো করে ভোট প্রয়োগ করতে পারে।
হাতীবান্ধা-পাটগ্রাম এলাকা ঘুরে দেখা গেছে,মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল ফেস্টুন,বিলবোর্ড লাগিয়ে অত্র এলাকার মানুষের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:১১:৫৬ ৭২৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #হাতিবান্ধা