শনিবার, ১৫ জুন ২০১৩

গাড়িতেও আসছে অ্যাপলের আইওএস

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » গাড়িতেও আসছে অ্যাপলের আইওএস
শনিবার, ১৫ জুন ২০১৩



car-300x188.pngবঙ্গ- নিউজ ডটকমঃ টেক জায়ান্ট অ্যাপল মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘আইওএস’ এবার গাড়ির ড্যাশবোর্ডের উপযোগী করে বানানোর জন্য কাজ করছে।ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০১৩-এ অ্যাপল ঘোষণা দিয়েছে, ২০১৪ সালে গাড়ির ড্যাশবোর্ডে আইওএস আসছে।

এই সফটওয়্যার প্রযুক্তির সুবিধা নিতে সক্ষম হবে আগামী দিনে চালক। এ জন্য গাড়ির ড্যাশবোর্ডের স্ক্রিনে চালানো হবে আইওএস। সেখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে।

এই অ্যাপ্লিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কলিং, রেডিও, মেসেজিং এবং ন্যাভিগেশন। এছাড়া সেখানে ব্যবহার করা যাবে আইওএস প্ল্যাটফর্মের আরও অ্যাপ্লিকেশন।

ইতোমধ্যে ডব্লিউডব্লিউডিসিতে যেসব ব্যক্তিগত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আইওএস ইন্টিগ্রেশনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছে হন্ডা, মার্সেডিজ-বেঞ্জ, নিশান, শেভি, কিয়া, ইনফিনিটি, হিউন্ডাই, ভলভো, জাগুয়ার, পোরশে এবং একুরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:০৩   ৬৫৩ বার পঠিত