
শুক্রবার, ৪ মে ২০১৮
আত্নকহন-রঞ্জু রাজ
Home Page » বিনোদন » আত্নকহন-রঞ্জু রাজবঙ্গ-নিউজঃ দশদিন ছুটি শেষকরে আসার সময় ওর মায়ের কোল থেকে প্রচন্ড খুশীতে আমার কোলে চলে এলো, ভেবেছিল বাবা মনেহয় তাকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে। বাছা আমার বোঝেনাই, ওর বাবা আবার অনির্দিষ্ট কালের জন্যে ওকে আদর থেকে বঞ্চিত করে চলে যাচ্ছে। ২২০ কিলোমিটার পথ মটর বাইক ড্রাইভ করে এসে, শত ক্লান্তি থাকা সত্বেও একফোঁটা ঘুমাইতে পারলাম না। আসলে কেউকি কখনো আমাদের এই কষ্টের কথাগুল কোনদিন বোঝার চেষ্টা করেছে? হয়তবা আর কখনো আদর করা নাও হতে পারে। হয়তবা লাশ হয়েও ফিরতে পারি পেশাগত দায়ীত্ব পালন করতে যেয়ে । আমাদের কাজের একটু ভুল হলেই তোমরা আমাদেরকে গালি দাও, কিন্তু সব কষ্ট দুঃখ, উপেক্ষা করে আমরা রাত-দিন নিরলস ভাবে তোমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি । আমাদের রাগ, অভিমান দেখানোর সুযোগ নেই। তোমাদের নিরাপত্তা দিয়ে, তোমাদের জীবন চলার পথকে সুন্দর করে দিতে পারলেই আমরা সুখ খুঁজে পাই। বাবা তোরা তোর বাবার আদর ভালবাসা পাবার অধিকার থেকে বঞ্চিত হওয়াটাকে ক্ষমাকরে দিস। কারণ, তোদের মতো করেই যে দেশের মানুষগুলকে অনেক ভালবাসি।
রঞ্জু রাজ,বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ সময়: ৭:৫৬:২৯ ৭৬১ বার পঠিত