বৃহস্পতিবার, ৩ মে ২০১৮

তবুও তো বেঁচে আছি, বাঁচার শতদলে- তাসলিমা রহমান চাদ

Home Page » সাহিত্য » তবুও তো বেঁচে আছি, বাঁচার শতদলে- তাসলিমা রহমান চাদ
বৃহস্পতিবার, ৩ মে ২০১৮



 তবুও তো বেঁচে আছি, বাঁচার শতদলে

কখনো তো নদীর জল ও আয়নায় সেজে যায়,
তবু তো, তারি ছবি দেখে যায়, কিন্তু তারি দেখা মেলে কি!
!! বাতাসে যে সুর বাজে, তারি বিষণ্ণ সাজে, বুকেরি মাঝে,
আহত কষ্ট গুলো আবার খেলা করে,
নতুন করে, আলোয় ছায়া হয়ে,
লোকচুরির অবিরাম রং এর মেলায়।
দাঁড়িয়ে তো অনুভব করেছি, রোদজলে প্রহরে,
বৃষ্টির ছায়া নীড়ে। অবাক পৃথিবী চেয়ে থাকা,
ঘর তো কখন পরবাস হয়ে যায়,
তবুও তো স্বপ্ন গুলো একে যায়,
অবহেলায় নিরব প্রাণে।
তবুও তো বেঁচে আছি, বাঁচার শতদলে,।।

তাসলিমা রহমান চাদ

বাংলাদেশ সময়: ০:১৯:৫৪   ১৪৮৭ বার পঠিত   #  #  #  #  #  #  #