বুধবার, ২ মে ২০১৮
ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় হঠাৎ সহিংসতা, আটক ২০০
Home Page » অর্থ ও বানিজ্য » ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় হঠাৎ সহিংসতা, আটক ২০০বঙ্গ-নিউজঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় হঠাৎ সহিংসতার রূপ নেয়। এ সময় সহিংসতাকারীরা রাস্তায় পাশে থাকা গাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ২শ’ সহিংসতাকারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, প্রায় ২০ থেকে ৫৫ হাজার মানুষের শান্তিপূর্ণ শোভাযাত্রাটি হঠাৎ সহিংসতায় রূপ নেয়। সে সময় তারা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুট করে বলে খবরে বলা হয়।
ফরাসি পুলিশের বরাত দিয়ে সহিংসতায় একজন পুলিশসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। সহিংসতায় অংশ নেওয়াদের প্রায় সবাই কালো জ্যাকেট, কাঁদানে গ্যাস নিরোধক মুখোশ ও মাথায় হুডি পরা ছিল বলে খবরে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৩:২৫:৫৯ ৬৫১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #Paris crash #World News