সোমবার, ৩০ এপ্রিল ২০১৮

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১

Home Page » বিবিধ » সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১
সোমবার, ৩০ এপ্রিল ২০১৮



সুনামগঞ্জ--- প্রধিনিধি: সুনামগঞ্জে বজ্রপাতে লিটন মিয়া (৩০) নাম এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে। ২৯ এপ্রিল রোববার সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর গ্রামের পাশে বোরো জমিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কৃষক লিটন বাড়ির পাশের হাওরের বোরো জমিতে ধান দেখতে গিয়েছিলেন। এসময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে শিকার আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল্লাহ জানান, বজ্রপাতে সৈয়দপুর গ্রামের এক কৃষকের মৃত্যু হয়ে বলে সদর হাসপাতাল থেকে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৬   ৬৩২ বার পঠিত