রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
লালমনিরহাটে জাতীয় পার্টির প্রার্থীকে পত্রে অভিনন্দন, বক্তব্যে প্রত্যাখান!
Home Page » সারাদেশ » লালমনিরহাটে জাতীয় পার্টির প্রার্থীকে পত্রে অভিনন্দন, বক্তব্যে প্রত্যাখান!
বঙ্গ-নিউজঃ মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে বহিস্কার ও এমপি প্রার্থী ঘোষণা নিয়ে ধুম্রজাল কাটচ্ছে না। দলীয় সংকট নিয়ে আলোচনা করতে আজ রবিবার জেলার হাতীবান্ধায় জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলেও তেমন কোনো সুরাহা হয়নি।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক আসিফ শাহরিয়ার সিজারের সভাপতিত্বে উক্ত সভায় সদ্য বহিস্কারকৃত জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম জি মোস্তফা, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলন, জেলা সদস্য রবিউল ইসলাম, উপজেলা সদস্য আবুল কাশেম তালুকদার, ভেলাগুড়ি ইউনিয়ন জাপা সম্পাদক এমদাত হোসেন, গড্ডিমারী ইউনিয়ন জাপা সম্পাদক আমিনুর রহমানসহ প্রায় দুই ডজন নেতা বক্তব্য রাখেন।
সভার শুরুতে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলন বিভিন্ন নেতাকর্মীর স্বাক্ষরিত দলের চেয়ারম্যান এরশাদ বরাবর প্রেরিত এক পত্রে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অবঃ) খালেদ আখতারকে প্রার্থী ঘোষণা করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানানো হলেও উপস্থিত বক্তাদের বক্তব্য ছিল ভিন্ন।
অধিকাংশ বক্তাই তাদের বক্তব্যে এরশাদ ঘোষিত প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারকে অপরিচিত ও কর্মীবান্ধন নয় উল্লেখ করেক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা উক্ত প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারকে পরিবর্তনের দাবি জানান।
অনেকেই এরশাদ ঘোষিত প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারকে প্রত্যাখানও করেন। এছাড়া বক্তারা সদ্য বহিস্কারকৃত জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম জি মোস্তফার বহিস্কার আদেশ প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলন বলেন, দলের চেয়ারম্যান যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, আমরা কর্মীদের নিয়ে তার সাথে কাজ করার চেষ্টা করব। তারপরও কর্মীদের কিছু কষ্ট থাকতেই পারে।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৪ ৯১৭ বার পঠিত