রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
বেকারদের সরকারি চাকরি না খুঁজে পানের দোকান খোলার পরামর্শ!
Home Page » অর্থ ও বানিজ্য » বেকারদের সরকারি চাকরি না খুঁজে পানের দোকান খোলার পরামর্শ!বঙ্গ-নিউজঃ পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেরও বড় সমস্যা বেকারত্ব। আর ক্রমেই বেকারত্বের হার বাড়তে থাকায় হতাশা বাড়ছে তরুণদের। এমতবস্থায় বেকারত্ব দূরীকরণের উপায় বাতলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
আগরতলায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, বেকাররা সরকারি চাকরির সন্ধানে সময় ব্যয় না করে পানের দোকান খুললেই রোজগার বাড়ত। ব্যাংকে কম করে হলেও ৫ লাখ রুপি জমা থাকত। খবর জি নিউজের।
বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পরিকল্পনায় কর্মসংস্থানের জন্য ঋণদানের সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার। এর মাধ্যমে যে কেউ সম্মানজনক পেশা বেছে নিয়ে জীবন গড়ে তুলতে পারেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অন্তর্গত কোনও বেকারকে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ দেওয়া হয়। নামমাত্র সুদে এই ঋণ নিয়ে যে কেউ মাসের শেষে কম করে হলেও ২৫ হাজার রুপি উপার্জন করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৮ ৯৩৬ বার পঠিত #bangla news #bd news #breaking news #daily online news #hot news #কোটা সংস্কারের