শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন বারেক মাস্টার

Home Page » সারাদেশ » না ফেরার দেশে চলে গেলেন বারেক মাস্টার
শনিবার, ২৮ এপ্রিল ২০১৮



মরহুম বারেক মাস্টারআল-আমিন অাহমেদ সালমান, বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক লুৎফর রহমান(বারেক মাস্টার) শারীরিক অসুস্থতা জনিত কারনে শনিবার(২৮ এপ্রিল) রংচী গ্রামের নিজ বাড়ীতে শেষ নিংশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৬০) বছর। এবং স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বংশীকুন্ডা দক্ষিন ইউপি সদস্য ও মরহুমের ভাই আব্দুস সালাম বঙ্গ-নিউকে জানান, গত তিন মাস ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছেন। আমরা তাঁকে উন্নত চিকৎসা ব্যাবস্থা করেও বাঁচিয়ে রাখতে পারিনি। আজ বিকাল সাড়ে ৪টায় তাঁ নিজ বাড়িতে শেষ নিংশ্বাস ত্যাগ করেন। এবং রাত ১১টায় মরহুমের দাফন সমপন্ন করা হবে।

বঙ্গ-নিউজের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি জানাই সমবেদনা।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৫   ৭২৮ বার পঠিত