শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে জনগণ: ড. হাছান মাহমুদ

Home Page » আজকের সকল পত্রিকা » শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে জনগণ: ড. হাছান মাহমুদ
শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮



 ড. হাছান মাহমুদ

বঙ্গ-নিউজঃ   আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করছেন। তার নেতৃত্বে দেশ বদলে গেছে। এ সব কারণে দেশের জনগণ ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে।

শুক্রবার রাজধানীর দোয়েল চত্বরে তিন নেতার মাজার প্রাঙ্গণে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণসভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাল, যিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিকই নন। তারেক রহমানের জন্ম হয়েছিল ১৯৬৭ সালে পাকিস্তানের করাচিতে। জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক। এখন আর বাংলাদেশের নাগরিক নন বলেই তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করতে পেরেছেন।

বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানকে রক্ষার রাজনীতি থেকে বেরিয়ে এসে দল রক্ষার রাজনীতি করুন। তাহলেই জনগণের কাছে যেতে পারবেন।

জাতীয় গণতান্ত্রিক লীগের নেতা সিরাজুদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ফজলুল হক, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাধনা দাশগুপ্তা, খন্দকার তারেক রায়হান, অরুণ সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৯   ৬৮৭ বার পঠিত   #  #  #  #  #  #  #