শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

শান্তির লক্ষ্যে ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়া ( ভিডিও সহ)

Home Page » অর্থ ও বানিজ্য » শান্তির লক্ষ্যে ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়া ( ভিডিও সহ)
শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮




বঙ্গ-নিউজঃ দুই কোরিয়ার শান্তির লক্ষ্যে ঐতিহাসিক বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শুক্রবার সকালে দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চল পানমুনজমে বৈঠকটি শুরু হয়েছে। খবর সিএনএনের।

বৈঠকের ঘণ্টাখানেক আগে কিম উত্তরের সীমারেখা পার হন। ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রবেশ করলেন। কিমকে সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এরপর অনার গার্ডের সদস্যরা দুই নেতাকে গার্ড অব অনার দিয়ে নিয়ে যান সীমান্ত গ্রাম পানমুনজমে।

বৈঠকের আগে সীমান্ত ধরে কিছুক্ষণ হাঁটেন কিম জং উন। এসময় প্রেসিডেন্ট মুনের সঙ্গে হাত মেলান কিম জং। ‘পিচ হাউজ’- অতিথি বইয়ে স্বাক্ষর করেন কিম জং। সেখানে তিনি লিখেন-‘নতুন যুগের শুরু’। এরপর তারা মিডিয়ার সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলেন এবং রুদ্ধতার বৈঠকে বসেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে- দুই নেতার বৈঠকে তিনটি বিষয় প্রাধান্য পাবে। উত্তর কোরিয়ার অ-পারমাণবিকীকরণ, স্থায়ী শান্তির নিশ্চয়তা এবং দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়ন এ তিন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকের পর শান্তির স্মারক হিসেবে সীমান্তে একসঙ্গে গাছ লাগাবেন দুই নেতা।

ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়া

বাংলাদেশ সময়: ১০:৫৬:২৮   ৬৭২ বার পঠিত   #  #  #  #  #  #  #  #