শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
মধ্যনগরে বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
Home Page » শিক্ষাঙ্গন » মধ্যনগরে বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার:-সুনামগঞ্জেরর মধ্যনগর থানার মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার সংখ্যা ১হাজার ২১১জন। দুটি সদস্যপদের জন্য অভিভাবক শ্রেণিতে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীদের মধ্যে গোপেশ চন্দ্র সরকার ৪১৪ ভোট ও আব্দুল ওয়াহাব ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধর্মপাশা উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক।
প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক বঙ্গ-নিউজকে জানান, সুষ্ঠুভাবে সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
বাংলাদেশ সময়: ৭:৪০:৩৩ ৫৪৬ বার পঠিত