বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

হাতীবান্ধায় মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যদের পদত্যাগ

Home Page » বিবিধ » হাতীবান্ধায় মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যদের পদত্যাগ
বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮



বঙ্গ-নিউজঃ ফাইলে ছবিমিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খলিলুর রহমানসহ ৭ সদস্য পদত্যাগ করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ শিপুর সঙ্গে কমিটির সদস্যদের বনিবনা হচ্ছে না উল্লেখ করে তারা পদত্যাগ করেন।
বুধবার সকালে হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরিত পদত্যাগ পত্রে আরো উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ শিপু বিদ্যালয়ের উন্নয়নসহ সকল ক্ষেত্রে নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করেন। অভিভাবকদের সঙ্গে প্রধান শিক্ষকের কোনো সম্পর্ক নাই।
ম্যানেজিং কমিটির সভাপতি, খলিলুর রহমান প্রধান শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ করে বঙ্গ-নিউজ ডটকম কে বলেন,ছয়জন শিক্ষক থাকার পরেও তিনি ফি নিয়ে কোচিং বাণিজ্যে লিপ্ত।
বিদ্যালয়ের কোন কাজ ও কর্মশালায় তিনি ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের অবহিত করেন না।
প্রধান শিক্ষক নিজেকে সর্বেসর্বা মনেকরেন বলে ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ করেন।।
হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অফিসের কাজে আমি রংপুরে আছি। শুনেছি, একটি পদত্যাগপত্র আমার অফিসে দিয়ে গেছেন। অফিসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৭   ৫৪৫ বার পঠিত