মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮

দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Home Page » আজকের সকল পত্রিকা » দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮



ফাইল ছবি
ফাইলে ছবি

বঙ্গ-নিউজঃ দীর্ঘ অবকাশের সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এপ্রিলের শেষ আর মের শুরুতে দু’এক দিন এদিক-সেদিক করেই একটানা পাঁচ থেকে সাত দিনের ছুটি পেতে পারেন তারা। আর এ ছুটিকে সামনে রেখেই বৃহস্পতিবার রাজধানী ছাড়তে নানা পরিকল্পনা করেছেন অনেকেই।

টানা এ ছুটির সুবিধা জরুরি সেবা ছাড়া সরকারি দপ্তর, ব্যাংক, বীমা বা বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের একটি অংশের কর্মীরাই পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপভোগ করবে এ ছুটি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী, শিল্প ও পোশাক শ্রমিকদের যাদের সাপ্তাহিক ছুটি একদিন আর যারা সব সরকারি ছুটি ভোগ করতে পারেন না, তাদের এ পাঁচ, ছয় বা নয় দিনের হিসাব না কষাই ভালো।

সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রোববার আছে বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ১ মে মঙ্গলবার মে দিবস এবং পরদিন ২ মে বুধবার শবেবরাতের ছুটি। ৪ ও ৫ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। মাঝখানে ৩০ এপ্রিল সোমবার একদিন এবং ৩ মে বৃহস্পতিবার অফিস খোলা। এই দু’দিন সমন্বয় করা গেলে সব মিলিয়ে টানা ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। আর কেউ যদি শুধু ৩০ এপ্রিলের ছুটি নিতে পারেন, তাহলে তিনি ছয় দিন এবং কেউ যদি শুধু ৩ মের ছুটি পান, তাহলে তিনি হাতে পাবেন পাঁচ দিন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৫   ৬৩২ বার পঠিত