সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

“বংশীকুন্ডায় দরিদ্র পরিবারকে টেউ টিন বিতরন”

Home Page » শিক্ষাঙ্গন » “বংশীকুন্ডায় দরিদ্র পরিবারকে টেউ টিন বিতরন”
সোমবার, ২৩ এপ্রিল ২০১৮



টেউটিন বিতরনআল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জের মধ্যনগর থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যায়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের অর্থায়নে বংশীকুন্ডা গ্রামের মৃত চান্দু মিয়ার স্ত্রী ফসর বানুর হাতে একটি ঘর মেরামতের জন্য টেউ টিন তুলে দেওয়া হয়।

সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার বঙ্গ-নিউজকে বলেন, মৃত চান্দু মিয়া এক সময় এই বিদ্যায়ের একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী ছিলেন।তিনি ১৫ বছর আগে তিনি তার কর্ম থেকে অবসরে চলে যান। বিগত ৩ মাস আগে ৪ মেয়ে, ১ ছেলেসহ স্ত্রী ফরস বানুকে রেখে বার্ধক্য জনিত কারনে মৃত্যু মৃত্যু বরন করেন। যার ফলে স্বামীহারা ফসর বানু সন্তানদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছিল। তাই আমরা সবাই মিলে একটি ঘর নির্মাণের জন্য অসহায় পরিবারটির হাতে টেউ টিন তুলে দিয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৯   ৬৭২ বার পঠিত