সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
ভাঙ্গায় স্বতন্ত্র এমপি’র সমর্থক কর্তৃক বঙ্গবন্ধু’র ছবি সম্বলিত ফেস্টুনে আগুন দেয়ার অভিযোগ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় স্বতন্ত্র এমপি’র সমর্থক কর্তৃক বঙ্গবন্ধু’র ছবি সম্বলিত ফেস্টুনে আগুন দেয়ার অভিযোগএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার ৭নং ওয়ার্ড কৈডুবি সদরদী গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে স্বতন্ত্র এমপি’র সমর্থক কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত ফেস্টুনে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠেছে। পুলিশ, ঘটনাস্থল ও স্থানীয় নেতা-কর্মী সুত্রে জানা যায়, রবিবার সকালে খবর পেয়ে সাবেক সাংসদ ফরিদপুর-৪ ও বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্’র সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয়। বঙ্গবন্ধুর ছবি থাকা ফেস্টুনে যারা আগুন দিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সৈয়দ আলী। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বাকী মাতুব্বর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি জানতে পেরে সকালে ঘটনাস্থলে যাই। আওয়ামীলীগ সমর্থীত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে ওয়ার্ড বাসী ও আওয়ামীলীগের পক্ষ থেকে দোষীদের যথোপযুক্ত বিচার দাবী করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। অবশ্যই দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১২:০১:০২ ৭৯৫ বার পঠিত # #বঙ্গবন্ধু #ব্রেকিং নিউজ #ভাঙ্গা নিউজ #ভাঙ্গায় স্বতন্ত্র এমপি’র সমর্থক কর্তৃক বঙ্গবন্ধু’র ছবি