শনিবার, ২১ এপ্রিল ২০১৮
নৌকার বিজয়ের প্রশ্নে ঐক্যের বিকল্প নেই - ড. রফিকুল ইসলাম তালুকদার
Home Page » সংবাদ শিরোনাম » নৌকার বিজয়ের প্রশ্নে ঐক্যের বিকল্প নেই - ড. রফিকুল ইসলাম তালুকদারআল-আমিন আহমেদ সালমান, স্টাফ রিপোর্টার:- বঙ্গ-নিউজের একান্ত স্বাক্ষাতকারে ড. রফিকুল ইসলাম তালুকদার বেলেন, সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাশী হিসেবে কৌশলগত মিত্রতা ও প্রতিযোগিতা থাকবে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যতা বজায় রেখে ভিন্ন মত ও আলোচনা থাকবে। এটা আমার অধিকার, যেমন প্রার্থিতা প্রত্যাশা আমার সাংবিধানিক অধিকার।
কিন্তু নৌকার বিজয়ের প্রশ্নে সর্বতো ঐক্য আবশ্যক। নৌকার বিজয়ে শুধু ব্যক্তিগতভাবে নয়, বঙ্গবন্ধু পরিষদ-সুনামগঞ্জ জেলা সাংগঠনিকভাবে কাজ করবে। নৌকার বিজয়ত জননেত্রীর বিজয়।
বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও চেতনার আলোকে তার স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হিসেবে রাজনীতি করা এবং জননেত্রীর ত্যাগ-তিতীক্ষা, অর্জন ও সাফল্যগাঁথা তুলে ধরাই আমার রাজনীতি।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলেদের অনেককেই রাজনীতিতেও আসতে হবে, নতুবা রাজনীতিকে একটি উচ্চ মানদন্ডে নেয়া সম্ভব হবেনা। আর রাজনীতিই রাষ্ট্রনীতির নিয়ামক। রাষ্ট্রের উন্নয়ন ও গণমানুষের মুক্তির প্রশ্নত এর সাথেই জড়িত।
বাংলাদেশ সময়: ১২:০৩:২০ ৮৭০ বার পঠিত