শনিবার, ২১ এপ্রিল ২০১৮
নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
Home Page » আজকের সকল পত্রিকা » নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমানবঙ্গ-নিউজঃ নেপালের কাঠমান্ডু বিমানবন্দর শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সকল বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।
এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
বাংলাদেশ সময়: ২:০৪:৪৭ ৬৫৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর