শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮

দূর্গাপূরে হাজংদের দেউলী উৎসব উদযাপন

Home Page » এক্সক্লুসিভ » দূর্গাপূরে হাজংদের দেউলী উৎসব উদযাপন
শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮



হাজংদের দেউলী উৎসব ২০১৮আল-আমিন অাহমেদ সালমান, বঙ্গ-নিউজ নেত্রকোনা:নেত্রকোনার  দূর্গাপুর উপজেলার বিরিশিরি উপজাতিদের কালচারাল একাডেমীতে ক্ষুদ্র জাতিসত্তা হাজংদের দেউলী উৎসব ২০১৮ দু’দিন ব্যাপী উদযাপিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  ”বর্ণিল-বৈচিত্রে সংস্কৃতি বাঙ্ময়” স্লোগানকে সামনে রেখে হাজংদের দেউলী উৎসব ২০১৮ শুরু হয়ে আজ শুক্রবার শেষ হয়।


উপজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাঁদের নিজস্ব সংস্কৃতি থেকে নেওয়া গান ও নৃত্য পরিবেশন করে।

নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে লেংগুরা সাংস্কৃতিক দল, দ্বিতীয় হয়েছে ঘিলাগড়া সাংস্কৃতি দল ও তৃতীয় হয়েছে ভোলাপাড়া সাংস্কৃতিক দল। বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অথিতিদের মধ্যে নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী,দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ ও একাডেমী পরিচালক শুভ্র চিরান।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৬   ১০২৫ বার পঠিত