রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
বিশরপাশা এভারগ্রীন কিন্ডারগার্টেনের নববর্ষের মঙ্গল শোভাযাত্রা
Home Page » এক্সক্লুসিভ » বিশরপাশা এভারগ্রীন কিন্ডারগার্টেনের নববর্ষের মঙ্গল শোভাযাত্রাআল-আমিন আহমেদ সালমান, স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজ:- নববর্ষ নতুন দিনের শুভ কামনার প্রত্যয় নিয়ে নতুন একটি বছরে পদার্পন।
গতকাল বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এভারগ্রীন কিন্ডারগার্টেন বর্ষ বরনের শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশরপাশা বাজার প্রদক্ষিন করে আবার এভারগ্রীন কিন্ডারগার্টেনের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও শিক্ষাথীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৯ ৭৯২ বার পঠিত