রবিবার, ১৫ এপ্রিল ২০১৮

কবি শফিকুল ইসলাম সোহাগের কবিতা”বৈশাখ আসে স্বপ্ন নিয়ে”

Home Page » সাহিত্য » কবি শফিকুল ইসলাম সোহাগের কবিতা”বৈশাখ আসে স্বপ্ন নিয়ে”
রবিবার, ১৫ এপ্রিল ২০১৮



কবি শফিকুল ইসলাম সোহাগআজ ছোঁয়ে ছোঁয়ে যায় মন

দোলায়িত মসৃণ প্রবল স্বপ্নগুলো ,

সংস্কৃতির বনানী জুড়ে প্লাবিত উচ্ছলিত ঢেউ

দিকচক্রবালে তারুণ্যের মুখরতা

সাজাই দীপ্যমনে বাঙালি আনার বিত্ত বৈভব

আমাদের উৎসব মানেই মিলন মূখি ।

গাই শেকড়ের গান

শিল্প সম্ভারের গ্রামীণ ধারাপাতে সৃষ্টির ঝংকারে

সুপ্ত অভিলাষে ,লাল সবুজের গালিচায়

ঝাঁঝালো দুপুরে বসে বৈশাখীর মেলা

শৈল্পিক প্রশান্তির প্রাণের উৎসব

নিগূঢ় অনুভূতির সৃষ্টিশীল ব্যাঞ্জনায় ।

বৈশাখতো —-

আমাদের আঙিনায় প্রণয়ের ঘেরা জলসা

আসে রৌদ্র জ্বলা স্বপ্ন নিয়ে

মন মিশ্রিত আলপনায় সাজানো

অনুপ্রেরণাময় হাতছানি ,

বৈশাখ মানেই -জেগে উঠার আগামী

অসভ্যকে হটিয়ে সভ্যতার পুনরুজ্জীবিত চেতনা

বৈশাখ সেতো–

সত্য ও সুন্দরের জন্য । ।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৪৩   ৬৯৮ বার পঠিত