শনিবার, ১৪ এপ্রিল ২০১৮

নববর্ষে বিশ্বম্ভরপুরে চড়ক পূজা অনুষ্ঠিত

Home Page » বিবিধ » নববর্ষে বিশ্বম্ভরপুরে চড়ক পূজা অনুষ্ঠিত
শনিবার, ১৪ এপ্রিল ২০১৮



স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নববর্ষের দিন ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকাল তিনটার দিকে স্থানীয় আনন্দপিপাসু হাজার-হাজার দর্শনার্থীর সামনে উপজেলার গ্রাম বিশ্বম্ভরপুরে এই চড়কপূজাটি অনুষ্ঠিত হয়।পূজায় জিহ্বায় সিক গাঁথা,কালী নাচন,রাক্ষস বানানো,জল সজ্জ্বা,ভূমি সজ্জ্বা,পিঠে বর্ষি গেথে চড়ক গাছ ঘোরানো,আগুনের উপর দোরল পূজা সহ বিভিন্ন অলৌকিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফতেপুর ইউ.পি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন।

জানতে চাইলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন- “চড়কপূজা হাওরপারের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী উৎসব।প্রতিবছরের ন্যায় এবারো বিশ্বম্ভরপুরে এই পূজাটি অত্যন্ত আনন্দের সাথে অনুষ্ঠিত হয়েছে দেখে ভালো লাগলো।আশা রাখি উক্ত পূজাটি অব্যাহত থাকলে ইহা  হাওরপারের সকল ধর্ম-বর্ণের মানুষের  নববর্ষের আনন্দকে আরো পরিপূর্ণ রুপ দেবে।”

জানা যায়, তিন জন সন্যাসীর তত্ত্বাবধানে প্রায় একমাস বিভিন্ন স্থানে দলবেঁধে সন্যাস গান পরিবেশন করে বিভিন্ন ধর্মীয় আচারাধি পালন করে হিন্দু  পৌরাণিক দেবতা দেবের দেব মহাদেব খ্যাত শিব ঠাকুরের নামে সনাতন ধর্মাবলম্ভীরা বছরের বিভিন্ন সময়ে এই পূজাটি করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০২   ৮৮৭ বার পঠিত