শনিবার, ১৪ এপ্রিল ২০১৮

শুভ নববর্ষ ১৪২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা হতে শুরু হলো মঙ্গল শোভাযাত্রা

Home Page » জাতীয় » শুভ নববর্ষ ১৪২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা হতে শুরু হলো মঙ্গল শোভাযাত্রা
শনিবার, ১৪ এপ্রিল ২০১৮



 

 

ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভযাত্রা। শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গলের আগমনীবার্তা নিয়ে শুরু হয়েছে মঙ্গলের এ পদযাত্রা। চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছে। এবারের শোভাযাত্রার প্রথমে রয়েছে উজ্জীবিত সূর্য; এরপর বক, মাছ, শান্তির প্রতীক পায়রা, হাতি, সাইকেল, গরু এবং পুতুল।

শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও রয়েছেন। রয়েছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশিরাও।ছবি সংগৃহীত

বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে রমনা পার্কসহ বিশ্ববিদ্যালয় এলাকার পুরোটাই ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তা চাদরে। শুধু রাজধানী ঢাকাই নয় এ উপলক্ষে সারাদেশেই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে কাজ করছে সব সংস্থা। সার্বিক নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে বসানো হয়েছে কন্ট্রোল রুম, অবজারভেশন পোস্ট ও চেক পোস্ট। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি থাকছে গোয়েন্দা দলের সদস্য, বোমা ডিসপোজাল টিম ও মেডিকেল টিম।ছবি সংগৃহীত

এদিকে বাংলা ১৪২৫ সনকে বরণ করে নিতে রমনার বটমূলে আয়োজন করা হয় বর্ষবরণ অুনষ্ঠানের। বাঁশিতে ভোরের রাগালাপ দিয়ে সূচনা হয় ছায়ানট আয়োজিত বর্ষবরণের ৫১তম আয়োজন। রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূলে ভোর সোয়া ৬টায় এই অনুষ্ঠান শুরু হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধান’। প্রায় দেড়শতাধিক শিল্পীর অংশগ্রহণে দুই ঘণ্টার এই আয়োজন সাজানো হয় ১৬টি একক, ১২টি সম্মেলক গান আর ২টি আবৃত্তি দিয়ে। সকাল সোয়া ৮টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ছায়ানট-সভাপতি সানজীদা খাতুনের শুভেচ্ছা কথন দিয়ে।ছবি সংগৃহীত

জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন স্থানে আরও নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।ছবি সংগৃহীত

নববর্ষকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

পহেলা বৈশাখ উদযাপন ১৪২৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করেছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট দুই বছর বিরতি দিয়ে এবার পহেলা বৈশাখে বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। বাংলা একাডেমি সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে বইমেলাসহ বৈশাখী মেলার আয়োজন করেছে একাডেমি চত্বরে। বর্ষবরণ উপলক্ষে চ্যানেল আই ও সুরের ধারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করেছে হাজারো কণ্ঠে’ বর্ষবরণের অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘর সকাল ৯টায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:৫৭   ১৫৬৫ বার পঠিত   #  #  #  #  #  #