শনিবার, ১৪ এপ্রিল ২০১৮

এসো হে বৈশাখ এসো, এসো; আসো হে ১৪২৫ ( come O Boishakh come upon us.)

Home Page » English News » এসো হে বৈশাখ এসো, এসো; আসো হে ১৪২৫ ( come O Boishakh come upon us.)
শনিবার, ১৪ এপ্রিল ২০১৮



এসো হে বৈশাখ এসো, এসো,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।

Come, come, come O Boishakh come upon us.
With your ascetic breath, dust away that which is dying
Be gone the refuses and remnants of the year

Let go old memories, let go forgotten melodies
Let teardrops vaporize and fade into the distant skies.

Wipe away weariness, eradicate infirmity
Bathed in fire, may the earth gain purity

Come and blow dry the bogs of confused emotion
Bring forth, bring forth and sound your conch of destruction
Be gone, be gone the misty webs of illusion.

এসো হে বৈশাখ

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২৫

শুভেচ্ছান্তে -

অধ্যাপক লুৎফর রহমান জয় 

সম্পাদক, বঙ্গ-নিউজ  

বাংলাদেশ সময়: ১:১৫:৫৮   ১৮১৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #