সোমবার, ৯ এপ্রিল ২০১৮

দুনিয়ার সবচেয়ে শক্তপোক্ত ফোন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » দুনিয়ার সবচেয়ে শক্তপোক্ত ফোন
সোমবার, ৯ এপ্রিল ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বাজারে এলো দুনিয়ার সবচেয়ে শক্তপোক্ত ফোন । এটি এনেছে সনিম নামের একটি প্রতিষ্ঠান। ফোনটির মডেল দ্য সনিম এক্সপি৮। প্রতিষ্ঠানটি দাবি করছে এটিই দুনিয়ার সবচেয়ে ‘রাফড-টাফড’ ফোন।

স্পোটি ডিজাইনে তৈরি সনিমের ফোনটি কনস্ট্রাকশন ওয়ার্কার, ফায়ার ফাইটার এবং অ্যাডভেঞ্চারার্সদের জন্য ডিজাইন করা হয়েছে।

মিলিটারি স্টান্ডার্ডে তৈরি সনিমের ফোনটি ধুলোবালি ও পানিরোধী। এটি শক প্রুফ। ড্রপ প্রফ। অর্থাৎ ফোনটি হাত থেকে পড়লেও ভাঙবে না।

এছাড়াও এটি রেডিয়েশন প্রুফও। ডিভাইসটি অত্যাধিক গরম ও ঠান্ডায় সচল থাকবে। উচ্চ শব্দ কিংবা লোকে লোকারণ্য পরিবেশেও এটি দিয়ে কথা বলা যাবে।

ফোনটিতে রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেলের ৫ ইঞ্চির ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য আছে ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য এতে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
ফোনটির মূল্য ৬৯৯.৯৯ ডলার।

বাংলাদেশ সময়: ১১:২৯:৪৫   ৫৬১ বার পঠিত   #  #  #  #  #  #