রবিবার, ৮ এপ্রিল ২০১৮
হাতীবান্ধায় ভুট্রা ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
Home Page » সংবাদ শিরোনাম » হাতীবান্ধায় ভুট্রা ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গ-নিউজঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে রোকসানা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। রোকসানা বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করলে এলাকাবাসী বলছে ভিন্ন কথা।
শনিবার (৭ এপ্রিল) সকালে লাশ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে ওই উপজেলা বড়খাতা ইউনিয়নের পুর্বসারডুবী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে বিষয়টি আপসের আপোষ মীমাংসা করার জন্য চেষ্টা করছে একটি মহল।
নিহত রোকসানা বেগম (৩৫) বড়খাতা ইউনিয়নের বড়খাতা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি মোজ্জামেল হকের মেয়ে এবং ৪ সন্তানের জননী।
জানা গেছে, শুক্রবার সকাল থেকে পুর্বসারডুবী গ্রামের খলিলুর রহমানের (৪৫) স্ত্রী রোকছানা বেগম (৩৫) কে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকজন অনেক খোঁজা পর বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। থানা পুলিশ ভুট্টা ক্ষেত থেকে ওই চার সন্তানের জননীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন।
নাম প্রকাশ না করে অনেকে জানিয়েছেন, প্রায় সময়ে স্বামী খলিলুর রহমান ও স্ত্রী রোকছানা বেগম এর সাথে ঝগড়া লেগে থাকত। এ নিয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের একাধিকবাও বিচার শালীস হয়েছে। ওই দিন খলিলুর রহমান তার স্ত্রীকে মেরে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে মুখে বিষ ঢেলে প্রচার করেন যে তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। লাশের সুরতাহাল রিপোর্ট না আসা পর্যন্ত এবিষয়ে কিছুই বলা যাবেনা। তবে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০:১৯:০৫ ৭৪৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #hot news #World News #লালমনিরহাটের হাতীবান্ধা