শনিবার, ৭ এপ্রিল ২০১৮

খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ডের পরামর্শ এবং জেল কোড অনুযায়ী হবে

Home Page » জাতীয় » খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ডের পরামর্শ এবং জেল কোড অনুযায়ী হবে
শনিবার, ৭ এপ্রিল ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ডের পরামর্শ এবং জেল কোড অনুযায়ী হবে। তাছাড়া অসুস্থতার ধরন দেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে সরকার কোন হস্তক্ষেপ করছে না।

আজ নোয়াখালী কোম্পানিগঞ্জে নিজ বাসায় মন্ত্রীর মায়ের চেহলাম ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক নেতা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একেক ধরনের দাবি করেছেন। আজ সকালে বিএনপি নেত্রীকে এক্সরে করাতে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে এক অনুষ্ঠানে ‘খালেদা জিয়াকে মুক্ত করে দেয়ার দাবি’ জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তার দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে দণ্ড দিয়েছেন আদালত। তিনি দণ্ডিত ব্যক্তি। তার নিঃশর্ত মুক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। এতে সরকারের কিছুই করার নেই।’

‘খালেদা জিয়া জেলে বসে গৃহ পরিচারিকা পেয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক পেয়েছেন, এটি বিরল সুযোগ’ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংসদ সদস্য মোরশেদ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা কুলখানিতে অংশ নেয়।

প্রসঙ্গত, ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা (৯২) ২৬ ফেব্রুয়ারি রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান।

বাংলাদেশ সময়: ২০:০৪:৪০   ৪৮৫ বার পঠিত   #  #  #  #  #  #