শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮

অ্যাথলেটিকোর বিপক্ষে খেলতে চান রোনালদো

Home Page » ফুটবল » অ্যাথলেটিকোর বিপক্ষে খেলতে চান রোনালদো
শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ লা লিগার কঠিন প্রতিপক্ষ। চলতি মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় অবস্থানে। তবে সিমিওনের দল আবার রোনালদোর প্রিয় প্রতিপক্ষ। আগামী ৮ এপ্রিল বাংলাদেশ সময় রোববার রাতে রিয়ালের মাঠে খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদ। দারুণ ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালাদো এ ম্যাচে শুরু থেকেই খেলার ইচ্ছা পোষণ করেছেন।

রোনালদো নিজেই খেলার ইচ্ছাটা পোষণ করেছেন। কারণ লা লিগা শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় রিয়াল কোচ জিদান তাকে বিশ্রাম দিয়ে খেলাচ্ছেন। তবে রোনালদোর মতে, মাদ্রিদ ডার্বি লা লিগার আর পাঁচটি ম্যাচের মতো না।

এবারের মৌসুমে লা লিগায় পয়েন্ট টেবিলে লস ব্লাঙ্কোসদের অবস্থান তিন নম্বরে। তবে চারে থাকা ভ্যালেন্সিয়া মাত্র এক পয়েন্ট পেছনে। তাছাড়া ১১ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে মাঠে নামবে রিয়াল। সবমিলিয়ে কোচ জিনেদিন জিদান দলের সেরা খেলোয়াড় রোনালদোকে প্রথম থেকে খেলানোর ব্যাপারে সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছেন।

এছাড়া গোল করার হিসেবে পর্তুগিজ যুবরাজের প্রিয় প্রতিপক্ষ হিসেবে অ্যাথলেটিকোর অবস্থান তিন নম্বরে। রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন সেভিয়ার বিপক্ষে। এবারের চ্যাম্পিয়নস লিগের চমক দেখানো সেভিয়াকে রিয়াল তারকা মোট ২৭ গোল দিয়েছেন। এরপরে আছে গেটাফে। তাদের বিপক্ষে সিআরসেভেনের গোল ২৩টি।

আর অ্যাথটেকোর বিপক্ষে রোনালদো ২২ গোল করেছেন। সব মিলিয়ে মাদ্রিদের এই ক্লাবটির বিপক্ষে রোনালদো নিজে কিংবা কোচ জিদান দু’জনেই চায়বেন মাঠে নামুক সিআরসেভেন।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৬   ১২১০ বার পঠিত   #  #  #  #  #  #