শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮

বাস ধাক্কায় মোটরসাইকেলে ৪ জন আরোহী নিহত

Home Page » প্রথমপাতা » বাস ধাক্কায় মোটরসাইকেলে ৪ জন আরোহী নিহত
শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮



বঙ্গ-নিউজঃফাইল ছবি নরসিংদীর রায়পুরা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইলের চার আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুরার মরজাল এলকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়ামিন (২০), ডালিম (১৮), রমজান (১৭) ও সোহাগ (১৭)। একটি মোটরসাইকেলে এ চার আরোহী ছিলেন।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চালকসহ বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউসার বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের সবার বাড়ি রায়পুরা উপজেলার মরজাল এলাকায়। ভৈরব হাইওয়ে থানায় তাদের মরদেহ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৪:৩৮   ৫৮৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #