
শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
ওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
Home Page » জাতীয় » ওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
বঙ্গ-নিউজ: রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তি একজন ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।
ওয়ারীর থানার পুলিশের এক কর্মকর্তা জানান, ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় হোমিও কলেজের পেছনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক গুলি চালায়। এতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৭:১৬ ৫৯৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম