বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
হত্যা মামলায় সালমান খানের ৫ বছরের কারাদণ্ড
Home Page » আজকের সকল পত্রিকা » হত্যা মামলায় সালমান খানের ৫ বছরের কারাদণ্ড
বঙ্গ-নিউজঃ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁছ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সালমান খান।
ভারতের যোধপুরের আদালত বৃহস্পতিবার দুপুরে ২০ বছর আগের এই মামলর রায় ঘোষণা করেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, এই ধরনের কাজ সালমানের ‘অভ্যাসগত অপরাধ’।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন বলিউড তারকা টাবু, নীলম, সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান।
নিয়ম অনুযায়ী এখন যোধপুর কারাগারে নেওয়া হবে ৫২ বছর বয়সী এই অভিনেতাকে। ২০০৬ সালেও একই করাগারে পাঁচরাত কাটাতে হয়েছিল তাকে।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:২০ ৬০৬ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper