বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

সুনামগঞ্জে আগাম বন্যা প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

Home Page » সংবাদ শিরোনাম » সুনামগঞ্জে আগাম বন্যা প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮



মতবিনিময় সভা, সুনামগঞ্জঅাল-আমিন আহমেদ সালমান, স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজ: গতকাল ৪ ঠা এপ্রিল সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে আগাম বন্যা প্রতিরোধের জন্য বেড়ি বাঁধ নির্মাণ কাজের সমাপ্তি ও পরবর্তী করণীয়’র উপর প্রশাসন, পিআইসি’র সদস্যবৃন্দ, উপকারভোগীগণ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক  সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বীর প্রতীক, সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামছুন্নাহার বেগম, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিব জনাব কবির বিন আনোয়ার। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, পিআইসি’র সদস্যবৃন্দ, উপকারভোগীগণ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৭   ৬৩৫ বার পঠিত   #  #  #  #  #  #