শুক্রবার, ১৪ জুন ২০১৩
গার্মেন্টের নিরাপত্তায় ২৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র
Home Page » অর্থ ও বানিজ্য » গার্মেন্টের নিরাপত্তায় ২৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্রবঙ্গ- নিউজ ডটকমঃ বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ২৫ লাখ ডলার দেবে।বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির আন্তর্জাতিক শ্রম বিষয়ক দফতর।তৈরি পোশাক খাতকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু উল্লেখ করে এতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানি হয়।
ফলে তৈরি পোশাক খাতে কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পর্যবেক্ষণের সক্ষমতা জোরদার করতে এ অনুদান দেওয়া হবে বলে বিবৃতে বলা হয়েছে।
এই অনুদান পেতে আগ্রহীদের আগামী ২ অগাস্টের মধ্যে অনলাইনে http://www.grants.gov এ অথবা সরাসরি U.S. Department of Labor, Office of Procurement Services, 200 Constitution Ave. NW, Room S-4307, Washington, DC 20210, Attention: Brenda White- ঠিকানায় ডাকযোগে আবেদন পাঠানো যাবে।
বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৯ ৪২৮ বার পঠিত