বুধবার, ৪ এপ্রিল ২০১৮

পদোন্নতির প্রেক্ষিতে ভারমুক্ত হলেন ৬ সচিব

Home Page » জাতীয় » পদোন্নতির প্রেক্ষিতে ভারমুক্ত হলেন ৬ সচিব
বুধবার, ৪ এপ্রিল ২০১৮



ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী জনপ্রশাসনের ছয়জনকে পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ভারমুক্ত ছয় সচিব হলেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. শামসুল আরেফিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম আফরোজা খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান, অর্থবিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক বেগম নাসরিন আক্তার। তারা ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিয়মানুযায়ী ভারমুক্ত করে তাদের প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এরপর পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে স্ব স্ব মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:০০   ৫৯১ বার পঠিত   #  #  #  #  #  #