বুধবার, ৪ এপ্রিল ২০১৮
মন্দাকিনীর গোসলের দৃশ্য ফের ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ঝড়
Home Page » অর্থ ও বানিজ্য » মন্দাকিনীর গোসলের দৃশ্য ফের ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ঝড়
বঙ্গ-নিউজ: মন্দাকিনী। আবেদনময়ী চেহারা ও ঝরনার পানিতে ভিজে যাওয়া সাদা শাড়িতে নাচ- এমন কথা মনে উঠলে আশির দশকের যেকোনো বলিউড ভক্তের এই তিনটি কথা মাথায় চলে আসে। বলিউড অভিনেত্রী মন্দাকিনী নিজের প্রথম ছবি দিয়েই অসংখ্য যুবকের রাতের ঘুম কেড়ে নেন।
‘মন্দাকিনী’ ফের তিনি যেন ফিরে এলেন। সেই যে শরীরী বিভঙ্গ। ঝরনার সামনে সপসপে ভিজে দেহে সাদা শাড়িতে পুরুষ ভক্তদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়া দৃশ্য। তবে এবার তিনি নয়, নতুন মন্দাকিনীকে নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু যাকে নিয়ে এই ঝড় তিনি ১৯৮৫ সালের ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’-খ্যাত মন্দাকিনী ঠাকুর নয়। তিনি হলেন- ‘মস্তিজাদে’ খ্যাত গিজেল ঠাকরাল।
সম্প্রতি ইনস্টাগ্রামে আশির দশকের বলিউড অভিনেত্রী মন্দাকিনীর ঝরনায় স্নান করার সেই বিখ্যাত পোজ-কে অনুকরণ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মস্তিজাদে খ্যাত গিজেল। আর এতে করেই সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
গিজেল ঠাকরাল ছবি গুলো পোস্ট করে লিখেছেন, ‘ঝরনায় স্নান করে খুবই ভাল লাগছে।’
তবে মন্দাকিনীকে অনুকরণ করে বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে গিজেলকে। এ নিয়ে কেউ কেউ লিখেছেন, ‘বলিউডে বিশেষ সুবিধা না করতে পেরেই এ রকম সস্তা চটক দিয়ে জনপ্রিয়তা পেতে চাইছেন আপনি (গিজেল)।’
অবশ্য এ রকম মন্তব্যে সমালোচকদের কোনো পাত্তা দেননি গিজেল। কারণ ছবিগুলো যে ইতোমধ্যেই সুপারহিট তমকা পেয়ে গেছে!
বাংলাদেশ সময়: ১০:১৯:৩৮ ১০৭৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #মন্দাকিনী #শিরোনাম