মন্দাকিনীর গোসলের দৃশ্য ফের ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ঝড়

Home Page » অর্থ ও বানিজ্য » মন্দাকিনীর গোসলের দৃশ্য ফের ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ঝড়
বুধবার, ৪ এপ্রিল ২০১৮



 

ফাইল ছবি-মন্দাকিনী ‌বঙ্গ-নিউজ: মন্দাকিনী। আবেদনময়ী চেহারা ও ঝরনার পানিতে ভিজে যাওয়া সাদা শাড়িতে নাচ- এমন কথা মনে উঠলে আশির দশকের যেকোনো বলিউড ভক্তের এই তিনটি কথা মাথায় চলে আসে। বলিউড অভিনেত্রী মন্দাকিনী নিজের প্রথম ছবি দিয়েই অসংখ্য যুবকের রাতের ঘুম কেড়ে নেন।

‘‌মন্দাকিনী’ ফের তিনি যেন ফিরে এলেন। সেই যে শরীরী বিভঙ্গ। ঝরনার সামনে সপসপে ভিজে দেহে সাদা শাড়িতে পুরুষ ভক্তদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়া দৃশ্য। তবে এবার তিনি নয়, নতুন মন্দাকিনীকে নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু যাকে নিয়ে এই ঝড় তিনি ১৯৮৫ সালের ‘‌রাম তেরি গঙ্গা ম্যায়লি’‌-খ্যাত মন্দাকিনী ঠাকুর নয়। তিনি হলেন- ‘‌মস্তিজাদে’‌ খ্যাত গিজেল ঠাকরাল।

সম্প্রতি ইনস্টাগ্রামে আশির দশকের বলিউড অভিনেত্রী মন্দাকিনীর ঝরনায় স্নান করার সেই বিখ্যাত পোজ-কে অনুকরণ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মস্তিজাদে খ্যাত গিজেল। আর এতে করেই সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।ফাইল ছবি-মন্দাকিনী

গিজেল ঠাকরাল ছবি গুলো পোস্ট করে লিখেছেন, ‘‌ঝরনায় স্নান করে খুবই ভাল লাগছে।’‌

তবে মন্দাকিনীকে অনুকরণ করে বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে গিজেলকে। এ নিয়ে কেউ কেউ লিখেছেন, ‘‌বলিউডে বিশেষ সুবিধা না করতে পেরেই এ রকম সস্তা চটক দিয়ে জনপ্রিয়তা পেতে চাইছেন আপনি (গিজেল)।’‌

অবশ্য এ রকম মন্তব্যে সমালোচকদের কোনো পাত্তা দেননি গিজেল। কারণ ছবিগুলো যে ইতোমধ্যেই সুপারহিট তমকা পেয়ে গেছে!‌

বাংলাদেশ সময়: ১০:১৯:৩৮   ১০৭৬ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ