শুক্রবার, ১৪ জুন ২০১৩
লঘুচাপ সামান্য পশ্চিম দিকে সরে গেছে
Home Page » জাতীয় » লঘুচাপ সামান্য পশ্চিম দিকে সরে গেছেবঙ্গ- নিউজ ডটকমঃ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগেরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার সকাল ১০টায় এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে শুক্রবার সকাল ১১টায় আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তরাংশে কম সক্রিয় রয়েছে ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ সময়: ২০:৫০:১৬ ৩৭০ বার পঠিত