মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

প্রবাসী কবি গুলশান আরা রুবি’র কবিতা” স্বাধীন দেশ”

Home Page » সাহিত্য » প্রবাসী কবি গুলশান আরা রুবি’র কবিতা” স্বাধীন দেশ”
মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮



কবি গুলশান অারা রুবী

স্বাধীন দেশ

গুলশান আরা রুবী……

স্বাধীনতা তুমি রক্তে

রাঙানো স্বাধীন পতাকা,

স্বাধীনতা তুমি কত মায়ের

ছেলে হারা বেদনার সুর।

স্বাধীনতা তুমি কত ভাই হারা

বোনের করুন হাঁসি ,

স্বাধীনতা তুমি কত নারীর

হারানো সম্ভরম ,

স্বাধীনতা তুমি নিরীহ মানুষের

প্রাণের বলিদান।

স্বাধীনতা তুমি কত মানুষের ক্ষত

বিক্ষত দেহে রক্তের ভেজা মাটি ,

স্বাধীনতা তুমি রক্তে ভাসা

নদীর  স্রোত

স্বাধীনতা তুমি লক্ষ

মানুষের আত্নকথা

বাংলাভাষা পাওয়া

এক অমূল্য সম্পদ ।

লক্ষ মানুষের প্রানের বিনিময়ে

পেলাম বাংলার স্বাধীনতা ,

সবুজে আর রক্তে  লাল

স্বাধীন পতাকা ।

বাংলাদেশ সময়: ২২:০৯:৫৭   ১৪২৯ বার পঠিত