মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
ভাঙ্গায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধারএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের সোনা মিয়ার পুত্র মৎস্য ব্যবসায়ী মমিন মিয়ার (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাড়ীর পাশেই কুমার নদীতে বাঁধ দিয়ে মৎস্য শিকার করে মাছের ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে এলাকাবাসি নদীর তীরে একটি বাগানের চাম্বল গাছের মগ ডালে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। থানার উপ-পরিদর্শক মোজাফফার হোসেন জানায়, মমিন মিয়া কুমার নদীতে বাঁধ দিয়ে মৎস্য শিকার করে পাশেই কুড়ে ঘরে নিয়মিত থাকতেন। এলাকার লোকজন নদীতে কাজ করতে গেলে তার লাশটি গাছের মগ ডালের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মমিন মিয়ার সন্তান পলাশ মিয়া জানায়, প্রতিদিনের ন্যায় আমার বাবা নদীর পাড়ে মাছ পাহাড়া দিতে যায় রাতে ঘর হতে বের হয়। সকালে এলাকাবাসি বাবার ঝুলন্ত লাশ দেখে আমাদের খবর দিলে আমরা হতবাক হয়ে যাই।
বাংলাদেশ সময়: ১৮:১৮:১৫ ১১১৮ বার পঠিত #bhanga news #breaking news #ভাঙ্গায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার