মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
রোহিঙ্গাদের ফেলে আসা ভূমিতে বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে মিয়ানমার
Home Page » এক্সক্লুসিভ » রোহিঙ্গাদের ফেলে আসা ভূমিতে বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে মিয়ানমার
বঙ্গ-নিউজ: মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ফেলে আসা ভূমি দখলের জন্য বাংলাদেশের কিছু উপজাতি সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধদের সুবিধা দিচ্ছে মিয়ানমার সরকার।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছু বৌদ্ধ পরিবারকে বিনামূল্যে জমি, নাগরিকত্ব ও খাদ্য দেয়ার প্রলোভন দেখিয়ে এরইমধ্যে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে যাওয়া পরিবারগুলোকে মিয়ানমার সরকার বিনামূল্যে পাঁচ বছর খাদ্য দেয়ার কথা জানিয়েছে। এ খবর দিয়েছে পার্সটুডে।
স্থানীয় কাউন্সিলর মুইং সুই থুইয়ি জানিয়েছেন, “বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে টেনে নিয়ে মিয়ারমার সরকার রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো পূর্ণ করতে চায়। খুবই গরিব বৌদ্ধদেরকে নিচ্ছে মিয়ানমার সরকার।”
তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহ গুলোতে বাংলাদেশের পার্বত্য এলাকা থেকে ৫০টি পরিবার সীমান্ত পেরিয়ে রাখাইন রাজ্যে চলে গেছে। এর মধ্যে গত মাসে ২২টি পরিবার সাঙ্গু জঙ্গল এলাকা থেকে মিয়ানমার গেছে। ওই এলাকার বাংলাদেশী কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৫৫টি উপজাতি পরিবার এ পর্যন্ত দেশ ছেড়ে মিয়ানমারে গেছে।
বাংলাদেশ সময়: ৯:২৪:১৯ ৬০১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম