সোমবার, ২ এপ্রিল ২০১৮

দেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান বদলে গেছে

Home Page » এক্সক্লুসিভ » দেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান বদলে গেছে
সোমবার, ২ এপ্রিল ২০১৮



 


ফাইল ছবি বঙ্গ-নিউজ: বদলে গেল দেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান। আজ সোমবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম। ইংরজি নামের বানান পরিবর্তন হওয়া পাঁচটি জেলা হলো- চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। 

 

আগে এই পাঁচ জেলার ইংরেজি বানান ছিল Chittagong, Comilla, Barisal, Jessore ও Bogra. এসব বানানের স্থলে এখন নতুন বানান লেখা হবে Chattogram (চট্টগ্রাম), Cumilla (কুমিল্লা), Barishal (বরিশাল), Jashore (যশোর) ও Bogura (বগুড়া).

বাংলাদেশ সময়: ২০:৫১:১১   ৫৪৮ বার পঠিত   #  #  #  #  #  #