সোমবার, ২ এপ্রিল ২০১৮

মধ্যনগরের বংশীকুন্ডায় গ্রামীণ মেলা

Home Page » এক্সক্লুসিভ » মধ্যনগরের বংশীকুন্ডায় গ্রামীণ মেলা
সোমবার, ২ এপ্রিল ২০১৮



 

গ্রামীণ মেলাআল-আমিন আহমেদ সালমান, স্টাপ রিপোর্টার বঙ্গ-নিউজ:- গ্রামীণ মেলা গ্রামের শিশু,বৃদ্ধ, নারী, পুরুষ ও দলমত নির্বিশেষে সকলের কাছে প্রাণের স্পন্দন। গ্রামীণ মেলা গ্রামের সাধারন মানুষের কাছে একটি আনন্দ আয়োজন। সকলের অংশগ্রহনে মেলা প্রাঙ্গন হয়ে ওঠে প্রানবন্ত। এই দিনে শিশুরা সবচেয়ে বেশি আনন্দিত হয়।

এমনই একটি গ্রামের মানুষের প্রাণের স্পন্দন গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার(২রা এপ্রিল) সুনামগঞ্জের মধ্যনগর থানার টাংগুয়ার হাওর পারের বিখ্যাত ইউনিয়ন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।

এতে বিভিন্ন প্রকার পণ্যের শতাধিক ষ্টল অংশগ্রহন করেছে। উল্লেখযোগ্য পণ্য গুলোর মধ্যে ছিল শিশুদের জন্য মাটির তৈরি বিভিন্ন প্রকার খেলনা, প্লাস্টিক খেলনা, মহিলাদের জন্য চুড়ি,ফিতা, মাথার কাঁকড়া, সিটি গোল্ড চেইন, কানের দোল ও রমনীদের নাকফুল ও কসমেটিকস। খাবারের মধ্যে ছিল মুড়কি, নাসপাতি, মহেষখলার ঘোষের মিষ্টি, রসগোল্লা ও জিলাপী। হস্ত শিল্পের মধ্য নকশী করা হাতপাকা, বাশের বাঁশি, বেতের তৈরি ঝুড়ি ইত্যাদি।

এতে ঐ এলাকার হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণ প্রানবন্ত হয়ে ওঠেছিল।

ঐ এলাকার নোয়াবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম জানান, বংশীকুন্ডাতে অনেক দিন যাবৎ এই গ্রামীণ মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এতে হাজার হাজার মানুষের উপস্থিতে  মিলন মেলায় পরিনত হয়।আগে মেলায় মৃৎশিল্পের যে জিনিস গুলো পাওয়া তা দিন দিন আমাদের কাছ থেকে হাড়িয়ে যাচ্ছে তাই আমাদের মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অাশুদৃষ্টি কামানা করছি।

---

বাংলাদেশ সময়: ১৮:০১:১০   ১১৪৮ বার পঠিত