সোমবার, ২ এপ্রিল ২০১৮
প্রবাসী কবি গুলশানা রুবী’র কবিতা”ঝরা পাতা”
Home Page » সাহিত্য » প্রবাসী কবি গুলশানা রুবী’র কবিতা”ঝরা পাতা”ঝরা পাতা
গুলশানআরা রুবী……
তোমার জীবন থেকে
ঝরে যাব এক দিন
ঝরা পাতার মতন
কিছুই রবে না তখন ,
এই জীবনের থাকার চেয়ে
না থাকার মূল্য বেশী
তাই তো হয়ে গেছি পরদেশী।
এই ছন্দমালা লিখেছিলাম বহু আগে
তাই মিলে গেছে ছন্দের সাথে ,
তোমার থেকে আজ ঝরে গেলাম
গোলাপের ফুল ফুটে
থাকে নাতো বেশী দিন
তাই ঝরে গেলাম -
ফুলের পাপড়ির মতন।
হয়তো জীবনে এমনও হতে পারে
যে গাছে ফুটবে না ফুল ,
যে গাছে বাড়বেনা পাতা
তাহারি সাথে জীবন ভোগ করিব।
তোমার ও কুভ সখ ছিল
তাই আপনি করে ঝরে গেল,
নতুন করে গড়িও জীবন
হয় যেন সুখের সেই জীবন
যায় না যেন শুকনো পাতার মত উড়ে
ধরে রেখো আপন করে কাছে তারে।
বাংলাদেশ সময়: ৮:৪৯:৫৭ ১০৯৭ বার পঠিত