রবিবার, ১ এপ্রিল ২০১৮

এমসিকিউ প্রশ্ন বাদ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

Home Page » এক্সক্লুসিভ » এমসিকিউ প্রশ্ন বাদ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
রবিবার, ১ এপ্রিল ২০১৮



ফাইল ছবি-জাতিয় সংসদ ভবন বঙ্গ-নিউজ: প্রশ্নমালা থেকে এমসিকিউ প্রশ্ন পদ্ধতি বাদ দিয়ে বিকল্প উপায়ে প্রশ্নপত্র প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৪তম বৈঠক এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, মোঃ নজুরুল ইসলাম বাবু এমপি, মোঃ আবুল কালাম এমপি, আলী আজম এমপি, মোহাম্মদ ইলিয়াছ এমপি এবং উম্মে রাজিয়া কাজল এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রনয়ণ এবং প্রশ্নফাঁস নিয়ে আলোচনা হয়। সামগ্রিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশ্ন পত্রের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হওয়ার তাগিদ দেওয়া।

এছাড়াও বৈঠকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষকদের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও কমিটির শিক্ষা সফর নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষকদের আরও অধিকতর তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদানের জন্য সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৫   ৪৯৩ বার পঠিত   #  #  #  #  #  #