রবিবার, ১ এপ্রিল ২০১৮

৪ সদস্যের মেডিকেল বোর্ড খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেছে

Home Page » জাতীয় » ৪ সদস্যের মেডিকেল বোর্ড খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেছে
রবিবার, ১ এপ্রিল ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: জিয়া অফানেজ ট্রাষ্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন ঢাকা মেডিকেল কলেজের ৪ সদস্যের মেডিকেল বোর্ড।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর থেকেই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে গ্রেফতার করে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে আছেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম খালেদা বলেছেন, জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি কারাবন্দী আছেন। সরকারের দায়িত্ব তিনি অসুস্থ হলে সুচিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা। তার প্রতি আমাদের নূন্যতম প্রতিহিংসা নেই। তিনি জেলে যাক আমরা কেউ চাইনি। তার আমলে আমি নিজেও কয়েকবার কারাগারে গিয়েছি। আদালতের নির্দেশে তিনি কারাগারে গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরোও বলেন, খোঁজ নিয়ে জেনেছি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন, ভালো আছেন। গুজব ছড়িয়ে লাভ নেই। দুইদিন আগেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনজনের একটি সিভিল সার্জন টিম কারাগারে গিয়েছিল। আজও আমার নির্দেশে তিনজনের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কারাগারে যাবে।

 

 

বাংলাদেশ সময়: ২০:৩৪:০২   ৪৮৮ বার পঠিত   #  #  #  #  #  #