শনিবার, ৩১ মার্চ ২০১৮
বিএনপি আখের গুছিয়েছে,আর আ’লীগ উন্নয়ন করেছে :প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Home Page » জাতীয় » বিএনপি আখের গুছিয়েছে,আর আ’লীগ উন্নয়ন করেছে :প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: বিএনপি আখের গুছিয়েছে, আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দলের নেতাদের নৌকা মার্কার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক দলের নেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া নিজের রাজনৈতিক অধিকার। রাজনৈতিক দলের নেত্রী হিসেবে যেখানে যাবো, সেখানেই নৌকায় ভোট চাইব।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি একটি দলের সভাপতি। আমি নৌকায় ভোট চাইব, এটা আমার রাজনৈতিক অধিকার।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছরে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর দেশ পিছিয়ে যায়। ওই সময় যারা ক্ষমতায় এসেছিল, তারা খুনিদের পুরস্কৃত করেছিল। ক্ষমতায় বসিয়েছিল, স্বাধীনতাবিরোধীদের হাতে পতাকা তুলে দিয়েছিল। এর ধারাবাহিকতা এরশাদ, খালেদা জিয়া রক্ষা করেছিল।’
সন্ধ্যা সোয়া ৭টায় শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০:৫৮:৫২ ৫১৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম